সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan Day: বৃত্ত সম্পূর্ণ হল, জানালেন 'মোহনবাগান রত্ন' সৌরভ

Sampurna Chakraborty | ২৯ জুলাই ২০২৪ ২২ : ১৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জেমি ম্যাকলারেনের আনুষ্ঠানিক আগমনের পর মোহনবাগান দিবসের সন্ধেও জাঁকজমক। এক ছাদের নীচে তারকার মেলা। মন্ত্রী থেকে শুরু করে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক। কে নেই! তবে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সৌরভ গাঙ্গুলি। মোহনবাগান রত্ন পেলেন বাংলার মহারাজ। উত্তরীয়, স্মারক দিয়ে বরণ করা হয় তাঁকে। মোহনবাগান রত্ন সম্মান সৌরভ গাঙ্গুলির হাতে তুলে দেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত। সঙ্গে পুরস্কার মূল্য। তবে চেক ফিরিয়ে দেন সৌরভ। এই অর্থ মোহনবাগানের ইউথ ডেভেলপমেন্টে ব্যয় করার পরামর্শ দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দু'দিন পরই 'ভারত গৌরব' সম্মানে তাঁকে ভূষিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। এদিন মোহনবাগান রত্ন পেয়ে সৌরভ জানালেন, তাঁর বৃত্ত সম্পূর্ণ হল। ময়দানের দুই ক্লাবেই খেলেছেন। তবে যাত্রা শুরু হয় মোহনবাগান দিয়ে। স্পোর্টিং ইউনিয়ন থেকে মোহনবাগানে খেলতে এসেছিলেন। অরুণলালের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল তাঁকে। ঐতিহাসিক দিনে উঠে এল সেই গল্প।

সৌরভ বলেন, 'ময়দানে আমার বৃত্ত সম্পূর্ণ হল। আমি দুটো ক্লাবেই খেলেছি। তাই সম্মানিত হয়ে ভাল লাগছে। মোহনবাগান ক্লাব নিয়ে বেশি বোলার দরকার পড়ে না। এই ক্লাব সারা পৃথিবীর মানুষ চেনে। ১৯১১ সালের ২৯ জুলাই একটি স্মরণীয় দিল। মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল। এক সাহেব নাম পাল্টায়। খেলার মাঠ ইতিহাসের জায়গা। মানুষ ইতিহাস মাথায় রেখে যেকোনও ক্রীড়াকে এগিয়ে নিয়ে যায়। আমি শুধু ১৯১১ দিয়ে মোহনবাগানকে যাচাই করি না। আমার বড় হওয়া ফুটবলের মাঠে। রোজ বিকেলে চারটেয় বাবার মেম্বারশিপ নিয়ে আমি ব়্যাম্পার্টে বসে খেলা দেখতাম। সবার খেলা দেখেছি। মোহনবাগান ক্লাব প্রচুর রত্ন দিয়েছে বাংলার তথা ভারতীয় ফুটবলকে। ৯০ মিনিট লড়াইয়ের। তার বাইরে বাকি সমস্ত ক্লাবকে একজোট হতে হবে। আমার কাছে খেলার মান এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। বাংলা সন্তোষ জেতেনি। বাইরের প্লেয়াররা খেলে। তিনটে বড় ক্লাব এবং ময়দানের বাকি সব ক্লাবকে ফুটবলের মান বাড়ানোর চেষ্টা করতে হবে। ময়দান পশ্চিমবঙ্গের খেলাধুলোর হার্টবিট। খেলার প্রতি সততা বজায় রাখতে হবে। আমার সময় মোহনবাগান মাঠে একটা মাত্র প্র্যাকটিস পিচ ছিল। দুপুরে স্কুল কলেজের পর মাঠে এসে সেই পিচে ঘণ্টার পর ঘন্টা কাটিয়েছি।' শুরুর দিনগুলোর স্মৃতি তুলে ধরেন সৌরভ।

মোহনবাগান দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্যমন্ত্রী অরূপ রায়, বিধায়ক মদন মিত্র, নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, ডেপুটি মেয়র অতীন‌ ঘোষ প্রমুখ। বাংলার ফুটবলকে আবার স্বমহিমায় দেখতে চান ক্রীড়ামন্ত্রী। একই সঙ্গে ১৯১১ শিল্ড জয় নিয়ে হিন্দি সিনেমা করার আবেদন‌ জানান। অরূপ বিশ্বাস বলেন, 'আমরা পিছিয়ে পড়ছি। ১২ বছরে সন্তোষ ট্রফি পাইনি। সম্বরণ ব্যানার্জি ছাড়া কেউ রঞ্জি দিতে পারেনি। কবে বাংলার ছেলেরা খেলবে? কবে আরেকটা শিবদাস ভাদুড়ী আসবে? কলকাতা ফুটবলের আতুরঘর।‌ তিন ক্লাবকে বলব বাংলার ছেলেদের তুলে আনতে। ১৯১১ ভারতীয় ফুটবলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি চাই একটা হিন্দি সিনেমা তৈরি হোক ১৯১১ শিল্ড জয় নিয়ে।'

মোহনবাগান দিবসে ১৯১১ সালের শিল্ডজয়ী দলের পরিবারকে সংবর্ধিত করা হয়। ১৯৩৯ সালের প্রথম লিগ জয়ের অধিনায়ক বিমল মুখার্জিকে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয়। তাঁর পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা ফুটবলার মনোনীত হন দিমিত্রি পেত্রাতোস। ভিসা সমস্যায় কলকাতায় এসে পৌঁছতে পারেননি অস্ট্রেলীয় স্ট্রাইকার। তাঁর পুরস্কার গ্রহণ করেন মনবীর। সেরা ফরোয়ার্ড মনবীর সিং।

অরুণ লাল নামাঙ্কিত সেরা ক্রিকেটারের পুরস্কার পান অভিলিন ঘোষ। বর্ষসেরা উদীয়মান ফুটবলার হন সুহেল আহমেদ ভাট। হকিতে পুরস্কার পান সৌরভ পাস্সি। সেরা অ্যাথলিটের পুরস্কার পান করুনাময় মাহাতো। অঞ্জন মিত্র নামাঙ্কিত সেরা আয়োজক পুরস্কার পেলেন সৌরভ পাল। প্রখ্যাত আন্তর্জাতিক অবসরপ্রাপ্ত রেফারি দীলিপ সেনকে সম্মানিত করা হয়। বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্ত পান সেরা সাংবাদিকের পুরস্কার। সেরা সমর্থক বাপি মাঝি এবং অজয় পাসওয়ান। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সভাপতি টুটু বসু, সহ সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত সহ বাগানের বাকি কর্তারা। এছাড়াও ছিলেন ভিক্টর অমলরাজ, বিদেশ বসু, সুব্রত দত্ত, সোমা বিশ্বাস, বাবলু কোলে, সৈয়দ নৈমুদ্দিন, স্নেহাশিস গাঙ্গুলিরা। অনুষ্ঠান শেষ হয় অন্বেষার গান দিয়ে। 

ছবি: অভিষেক চক্রবর্তী


#Mohun Bagan Day#Sourav Ganguly#Mohun Bagan



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

প্যারিসে জোড়া পদকজয়ী মনু ভাকেরই পেলেন না খেলরত্ন পুরস্কারের মনোনয়ন, নেপথ্যে রয়েছে এই কারণ ...

কোহলি-সচিন কারোর নেই এই রেকর্ড, মেলবোর্নে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে কেএল রাহুলের কাছে, করতে হবে এই কাজটি...

প্র্যাকটিস পিচে গতির লেশমাত্র নেই, অসন্তোষ প্রকাশ ভারতীয় দলের, বক্সিং ডে টেস্টের আগেই উত্তাপ বাড়ছে মেলবোর্নে...

যদিদং হৃদয়ং তব..., সাত পাকে বাঁধা পড়লেন পিভি সিন্ধু, কেমন হল বিয়ে? ...

কোহলির 'ধমক' খেয়ে ভাইরাল এই মহিলা অজি সাংবাদিক, কে তিনি? জানুন তাঁর আসল পরিচয় ...

১৩ বছরের বৈভবকে কেন নিল রাজস্থান? আসল কারণ ফাঁস করলেন সঞ্জু ...

ইংরেজি না বলে বিতর্কের জন্ম দিলেন জাদেজা, মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচের বলই গড়াল না...

'এ ভাবে খেললে সেরা ছয়ে থাকব', আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের দিমি ...

নিজের গোলে বল ঢুকিয়ে শিরোনামে মহমেডানের বাঙালি গোলকিপার, কেরলকে বড়দিনের উপহার সাদা-কালোর ...

ভারতের রানের পাহাড়ে পিষ্ট ওয়েস্ট ইন্ডিজ, বিশাল ব্যবধানে জয় হরমনপ্রীতদের ...

ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...

'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...

সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24